কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্তি পেতে, করোনাভাইরাসের পুজো করছেন রায়গঞ্জের মহিলারা
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বের মানুষ যখন করোনা-জ্বরে কাবু, তখন রাজ্যে পালিত হচ্ছে করোনা পুজো। বিষয়টি অবাককরা হলেও সত্যি। পশ্চিমভারতের বেশকয়েকটি রাজ্যে করোনার পুজো হতে দেখে রায়গঞ্জের শ্মশান কলোনীর মহিলারা একজোট হয়ে করলেন করোনাপুজো।
সারা বিশ্বে যখন করোনাভাইরাস প্রতিরোধে এর ওষুধ এবং টিকা আবিস্কারে ব্রতী হয়েছেন চিকিৎসক থেকে শুরু করে গবেষক ও বিজ্ঞানীরা, সেখানে রাজ্যের মধ্যে এমন করোনা পুজো নিয়ে শুরু হয়েছে হইচই। দিনভর উপোস করে, বেলার দিকে শহরের বন্দর পৌর শ্মশান এলাকায় মাটি খুঁড়ে লাড্ডু, জবাফুল ও লবঙ্গ দিয়ে পুজো দেন মহিলারা।
করোনা পুজো করছেন মহিলারা |
প্রসঙ্গত, করোনা আতঙ্কে কম্পমান উত্তর দিনাজপুরের রায়গঞ্জও। সেখানে এখনও পর্যন্ত আক্রান্ত দেড়শোরও বেশি মানুষ। হাসপাতালে ভর্তি অনেকে, অনেকে আবার রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় পশ্চিম ভারতে আয়োজিত করোনার পুজো দেখে তাঁরাও শিখে নিয়েছেন আচার অনুষ্ঠান।
Post a Comment