ওড়িশায় প্রশিক্ষণরত বিমান ভেঙে পড়ে মৃত একজন পাইলট-সহ এক শিক্ষানবিশের


Odd বাংলা ডেস্ক: সোমবার ওড়িশার ঢেঙ্কানলে দুই সিটের বিমান ক্র্যাশ হওয়ার ঘটনা ঘটেছে। যাতে একজন মহিলা ট্রেইনি পাইলট এবং তাঁর প্রশিক্ষকের মৃত্যু হয়েছে বলে খবর।

প্রাথমিক সূত্রে খবর, বিরাসালায় সরকারি বিমান চলাচল প্রশিক্ষণ সংস্থায় এই দুর্ঘটনাটি ঘটে বলে খবর। সোমবার সকালে যাত্রা শুরু করার পরেই এয়ারক্র্যাফটটি ক্র্যাশ করে। সংবাদ সংস্থা এএনআই টুইট করে জানিয়েছে বিহারের ক্যাপ্টেন সঞ্জীব কুমার ঝাঁ এবং তামিলনাড়ুর ট্রেইনি পাইলট আনিস ফাতিমা আজ আকাশপথে বিমান দুর্ঘটনার পর প্রাণ হারান।

ঢেঙ্কানলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি কে নায়ক জানিয়েছেন, দুজনকে কামাখনগর সংলগ্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী পাইলটের মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ কী, তা এখনও নির্ধারণ করা যায়নি। সূত্রের খবর, প্রযুক্তিগত ত্রুটি বা আবহাওয়াজনিত কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। 
Blogger দ্বারা পরিচালিত.