তীব্র শ্বাসকষ্ট নিয়ে অকালে প্রয়াজ জনপ্রিয় অভিনেতা জগেশ মুকাটি


Odd বাংলা ডেস্ক: প্রয়াত টেলিভিশন এবং রুপোলি পর্দার অভিনেতা জগেশ মুকাটি। সূত্রের খবর, গত ৩-৪দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তীব্র শ্বাসকষ্টের সমস্যা ছিল। অবশেষে আজ শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণেই প্রাণ হারালেন তিনি। 


জনপ্রিয় এই অভিনেতা টেলি ধারাবাহিক 'অমিতা কা অমিত' ও 'শ্রী গণেশ' থেকেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন জগেশ৷ এছাড়া রুপোলি পর্দাতেও একাধিক ছবিতে বিশেষ বিশেষ মজার ভুমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।সিদ্ধার্থ মালহোত্র এবং পরিনীতি চোপড়ার 'হাসি তো ফাসি', আমির খানের 'পিকে' ছবিতে অভিনয় করেছিলেন তিনি। মূলত একাধিক গুজরাতি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন এই অভিনেতা।


২০২০ সালটি বলিউডের জন্য এককথায় ধ্বংসাত্মক। করোনা আবহে একদিকে অর্থনীতি যেমন মুখ থুবড়ে পড়ছে তেমনই করোনার কারণে এবং প্রাকৃতিক কারণেও বিনোদন জগতে একের পর এক নক্ষত্রপতনের খবর পাওয়া গিয়েছে। সেইরকমই অকালে এই জনপ্রিয় অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন মহল।
Blogger দ্বারা পরিচালিত.