দ্বিতীয় দফায় আসতে চলেছে পঙ্গপালের দল, আরও বেশি মাত্রায় ক্ষতির আশঙ্কা!


Odd বাংলা ডেস্ক: পঙ্গপাল হানায় আগেই ১৬টি রাজ্যে জারি করা করেছে সতর্কতা। পঙ্গপালের হানায় ইতিমধ্যেই একাধিক রাজ্যে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে দ্বিতীয়বারের জন্য নতুন করে পঙ্গপালের দল হামলা চালাবে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, জুলাই মাসে নতুন করে হানা দিয়ে চলেছে পঙ্গপালের দল। রাষ্ট্রসঙ্ঘের ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন-এর তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, বর্ষার মধ্যেই আক্রমণ শানাতে চলেছে পঙ্গপাল। একটি পঙ্গপালের দল একদিনে ১৫০ কিলোমিটার বিস্তৃত জমির ফসল খেয়ে ফেলতে পারে, যাতে করে নষ্ট হতে পারে ৩৫ হাজার মানুষের মুখের গ্রাস।

রাষ্ট্রসঙ্ঘের এই প্রতিষ্ঠান সূত্রে খবর, পাকিস্থান থেকে এই ফসল ধ্বংসকারী পোকা রাজস্থানে ঢুকেছে। বিশেষজ্ঞরা জানান, রাজস্থানে ভাল বৃষ্টিপাত হলে সেখানে পঙ্গপালের প্রজননমাত্রা অনেকটাই বেড়ে যায়। তাই বর্ষার মধ্যে আরও বিপুল পরিমাণে বংশ বিস্তার করতে চলেছে এই পোকা। যার ফলে দ্বিতীয়বার পঙ্গপালের হানায় ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারে আশঙ্কা করা হচ্ছে। 
Blogger দ্বারা পরিচালিত.