শুঁকে দেখবে ২৫ জন, মুখে মদের গন্ধ না থাকলে তবেই পাত্রী মিলবে ভারতের এই গ্রামে!


Odd বাংলা ডেস্ক: ম’দের নে’শা থাকলে পাত্রী মিলবে না গুজরাতের পিয়াজ গ্রামে। বিয়ে ঠিক করার আগে তাই পাত্র ও তাঁর বাড়ির লোককে নিশ্বাসের পরীক্ষা দিতে হয়। কনেপক্ষের অন্তত ২৫ জন শ্বাস শুঁকে দেখেন যে মুখ থেকে ম’দের গন্ধ বেরোচ্ছে কিনা। পরীক্ষায় পাশ করলে তবেই বিয়ে। চাকরি বা শিক্ষাগত যোগ্যতার থেকেও গুজরাতের গান্ধীনগরের কালোল তালুকের পিয়াজ গ্রামে পাত্র বা তাঁর বাড়ির লোকজন ম’দ খান কিনা, সেটা বেশি গুরুত্বপূর্ণ। চার বছর আগে এই গ্রামে ম’দের নে’শায় মৃত্যু হয় ২০ বছরের কম বয়সী ১৫ জন কিশোরের। তারপরেই এই সিদ্ধান্ত নেন গ্রামের প্রবীণেরা। অন্য কোনও ভাবে ম’দ ছাড়াতে না পারলেও জীবনসঙ্গী পাওয়ার জন্য অনেকেই ম’দ ছাড়তে বাধ্য হয়েছেন বলে খবর। পাত্র ম’দ্যপ হওয়ায় কোনও বিয়ে ভেঙে গেলে সেক্ষেত্রে বরপক্ষকে কনেকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয়। এই গ্রামের অল্পবয়সী ছেলেদের মধ্যে ম’দের নে’শা মাত্রাতিরিক্ত আকার নেওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন গ্রামের সরপঞ্চ রমেশজি ঠাকোর।
Blogger দ্বারা পরিচালিত.