রথযাত্রা বন্ধকে কেন্দ্র করে উত্তাল ওড়িশা, ক্ষুব্ধ খোদ শঙ্করাচার্যও


Odd বাংলা ডেস্ক: করোনা সংক্রমণের জন্য রথযাত্রা আটকে দেওয়ার আগে থেকে পরিকল্পিত বলে অভিযোগ করলেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। সুপ্রিম কোর্টের নির্দেশে এবছর রথযাত্রা স্থগিত রাখা হয়েছে যার অন্যতম কারণ হল করোনার সংক্রমণ। তবে এই সুপ্রিম নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদাবতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের সিঙ্গল বিচারপতির বেঞ্চে সেই মামলাগুলির শুনানি আজ। 

পুরীর রাজা গজপতি দিব্যসিং দেব রথযাত্রা নিয়ে কথা বলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে। রাজার আবেদন, ওড়িশার মুখ্যমন্ত্রী যেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রথযাত্রা স্থগিতের নির্দেশের পুনর্বিবেচনার আর্জি করেন। অন্যদিকে রথযাত্রায় স্থগিতাদেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা সম্বিত পাত্রও। তিনি আশ্বাস দিয়েছেন, রথযাত্রা উপলক্ষে ভক্ত সমাগম হবে না। আর এই পরিস্থিতিতে পুরীর শঙ্করাচার্য জানিয়েছেন, ‘রথযাত্রা বাতিলের সিদ্ধান্ত ঠিক নয়। জগন্নাথ দেবদের রথে চড়ার অনুমতিটা অন্তত দিতে পারত সুপ্রিম কোর্ট। তবে, ভক্তদের জমায়েত বন্ধ করা প্রয়োজন। সীমিত ভক্ত ও পুলিশ নিয়ে এই উৎসব করা যেতে পারত। আর রথযাত্রার লাইভ টেলিকাস্টও করা যেতে পারত।’ সব মিলিয়ে রথযাত্রার ওপর স্থগিতাদেশ নিয়ে উত্তপ্ত গোটা উৎকল। 
Blogger দ্বারা পরিচালিত.