এবার থেকে করোনায় মৃতদের শেষ শ্রদ্ধা জানাতে আধ ঘণ্টা সময় পাবে পরিবার, রাজ্যে নতুন নিয়ম


Odd বাংলা ডেস্ক: নভেল করোনাভাইরাস এমনই একটি ছোঁয়াচে রোগ, যাতে আক্রান্ত হয়ে কারওর মৃত্যু হলে পরিবারের মানুষ তাঁদের শেষ দেখা-টুকুও দেখতে পেতেন না! তবে এবার করোনা সংক্রমণে মৃতদের পরিবারের জন্য নিয়ম শিথিল করল রাজ্য। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শেষ শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে এসওপি (SOP on dead body) বদন আনা হয়েছে। 

স্বাস্থ্য দফতরের তরফে হাসপাতালগুলিকে নির্দেশাকা পাঠানো হয়েছে যে, করোনায় কোনও রোগীর মৃত্যুর একঘণ্টার মধ্যে তাঁর পরিবারকে খবর দিতে হবে। মৃতদেহের মুখ স্বচ্ছ ফেসকভার দিয়ে ঢাকতে হবে। হাসপাতাল চত্বরে নিরাপদ স্থানে সেই দেহ রাখতে হবে। সেখানেই আধ ঘণ্টা সময় পাবেন পরিবারের সদস্যরা শেষবারের মতো প্রিয়জনকে শ্রদ্ধা জানাতে। আর এই মর্মে সংশোধিত এসওপি বিধি পাঠানো হয়েছে বলে খবর। 

প্রসঙ্গত, শনিবার পর্যন্ত এরাজ্যে মোট করোনা সংক্রমিত ৭৭৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৩৫ জন। করোনা অ্যাক্টিভ ৪২৩৬ জন। সংক্রমণে মৃতের সংখ্যা ৩১১ জন এবং কো-মর্বিডিটির জেরে মৃত্যু হয়েছে ৭২ জনের।
Blogger দ্বারা পরিচালিত.