মমতার দুই ড্রাইভারের করোনা পজিটিভ, আতঙ্কে নবান্ন



Odd বাংলা ডেস্ক: করোনার কোপ এবার নবান্নেও। নবান্নের দুই ড্রাইভারের সরিরে মিলল করোনা। কোভিড ১৯ পরীক্ষায় রিপোর্ট মিলেছে পজিটিভ। খবর মিলতেই তৎপর হয়েছে রাজ্য সরকার। নবান্নের দুই ড্রাইভারের শরীরে কোভিড ১৯ ধরা পড়ায় এবার নবান্নতে নেওয়া হচ্ছে নানান ব্যবস্থা। সমস্ত ড্রাইভারের করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানানো হয়েছে। নবান্নকে পুরোপুরি স্যানিটাইজ করা হবে বলেও জানা গিয়েছে। আগামী বৃহস্পতিবার এই কাজ করার ব্যবস্থা নেওয়া হবে। দেশ তথা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে পদক্ষেপ। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে ২৬৩ জনের।
Blogger দ্বারা পরিচালিত.