রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের সীমা ছাড়াল, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও
Odd বাংলা ডেস্ক: কয়েকটি রাজ্যে এতটাই দ্রুতগতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, যার ফলে সারা দেশেও পাল্লা দিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এবার এরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০,০০০ হাজারের গণ্ডি পেরোল।
রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত তথ্যের অনুসারে, গত বৃহস্পতিবার রাজ্যে নতুন করে এই করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭৬ জন। যার ফলে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১০ হাজারের গণ্ডি পেরলো। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল ১০ হাজার ২৪৪-এ। এর মধ্যে করোনা অ্যাকটিভ কেস ৫ হাজার ৫৮৭।
West Bengal reports 476 new #COVID19 positive cases and 9 deaths in the last 24 hours. Total number of positive cases in the state rise to 10244 including 451 deaths and 5587 active cases: State Health Department pic.twitter.com/Zzr0J3xEf6— ANI (@ANI) June 12, 2020
আনলক ওয়ানে আক্রান্তের সংখ্যা এই দ্রুত বৃদ্ধি পাওয়ার বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগের। তবে কিছুটা হলেও স্বস্তি দেবে করোনাকে পরাস্ত করে সুস্থ হওয়ার মাত্রা। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে ২১৮ জন মানুষ করোনাকে পরাস্ত করে বাড়ি ফিরেছেন। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪,২০৬ জন। মোট মৃত্যু হয়েছে ৪৫১ জনের।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার হার ৪১.০৫ শতাংশ। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, এখনও অবধি মোট ৩ লক্ষ ১৫ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পজিটিভ কেস ৩.২৪%।
Post a Comment