করোনা ভাইরাস মারতে হলে বেশি করে ঘুমোতে হবে, আজব বিধান দিলেন পাক ধর্মগুরু
Odd বাংলা ডেস্ক: কোভিড-১৯ মোকাবিলায় যখন সারা বিশ্ব লড়াই করছে তখন পাকিস্তানের তরফে করোনা নিয়ে এক অদ্ভুত যুক্তি দিলেন এক পাক ধর্মগুরু। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় যে, ওই পাক ধর্মগুরু বলেন যে, করোনাভাইরাসকে প্রতিরোধ করতে হলে আরও বেশি করে ঘুমোতে হবে!
ভিডিও বার্তায় তিনি বলেন, 'আমাদের চিকিৎসকরা সবসময় আমাদের বেশি করে ঘুমানোর পরামর্শ দেন। আমরা যত বেশি ঘুমাই, ভাইরাস তত বেশি ঘুমায়। আর তখন এটি আমাদের কোনও ক্ষতি করে না। আমরা যখন মরে যাই, তখন এটিও মারা যায়।' তাঁর এই বক্তব্য রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
When we sleep, virus sleeps. When we die, virus dies. Simple. pic.twitter.com/F3cDrEzOZV— Naila Inayat नायला इनायत (@nailainayat) June 13, 2020
প্রসঙ্গত, শনিবার পর্যন্ত পাকিস্তানে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৭০২-এ পৌঁছেছে। সেদেশে কোভিড মোকাবিলা করতে পারে এমন হাসপাতালের সংখ্যা ৮২০, যেখানে প্রায় ৯০০০ রোগী ভর্তি রয়েছেন। আর বাকিরে বাড়িতে সেল্ফ আইলেশনে রয়েছেন।
Post a Comment