যেখানে আজও স্ত্রী দুটো সন্তান জন্ম দিতে না পারলে স্বামী, স্ত্রীকে ত্যাগ করতে পারে



Odd বাংলা ডেস্ক: বিশ্বের প্রায় সব দেশেই বিয়ের চিরাচরিত কিছু রীতি রয়েছে। কিছু কিছু স্থানে পরিবার পরিকল্পিত বিবাহ, শিশু বিবাহ, বহুবিবাহ এবং জোরপূর্বক বিবাহ সাংস্কৃতিক ঐতিহ্য বা রীতি হিসেবে পালিত হয়। আবার কিছু দেশে এমন রীতি রয়েছে, যে রীতি তাদের কাছে স্বাভাবিক হলেও আমাদের কাছে অস্বাভাবিক এবং অদ্ভুত মনে হবে । সুদানের নুয়ের গোত্রের মধ্যে এই রীতি প্রচলিত। যদি বর একটি নির্দিষ্ট সংখ্যক গবাদিপশুর সাথে অর্থ প্রদান করেন তবেই সে বিয়ে করতে পারেন। বিয়েটা তখনই সম্পন্ন হবে যখন তাঁর কনে দুটি সন্তান জন্ম দেবে। যদি কনে মাত্র একজন সন্তান জন্ম দেয় তাহলে বর বিবাহবিচ্ছেদ চাইতে পারে এবং বর যদি মৃত্যুবরণ করে তাহলে তার ভাই নববিধবার স্বামী হয়ে উঠবে।
Blogger দ্বারা পরিচালিত.