মহামারির সময় রাজনীতি বন্ধ করে একজোটে লড়াই করতে হবে, ট্রাম্পকে খোঁচা WHO প্রধানের
Odd বাংলা ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধনম সোমবার জানিয়েছেন, করোনাভাইরাস নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে বিশ্বের সমস্ত নেতৃবর্গকে। এই সময় সকলে একজোট হয়ে লড়াই করার সময়। মনে রাখতে হবে সারা বিশ্বে কিন্তু মহামারি অব্যাহত এবং আজও প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।
সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধনম এই বার্তাই দিলেন বিশ্বের বড় বড় রাষ্ট্রনেতাদের উদ্দেশে। করোনা পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হু-এর তীব্র সমালোচনা করেছিলেন। আর সেই সমালোচনার জবাব দিতেই হু প্রধান এমন মন্তব্য করেছেন বলেই মত বিশিষ্ট জনের।
হু -এর প্রধান এদিন বলেন, ব্রাজিল, ইরাক, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমের রাজ্যগুলিতে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এবং হাসপাতালগুলির ওপর ব্যপক চাপ বাড়ছে। দুবাই-ভিত্তিক ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ভিডিও কনফারেন্সের টেড্রোস বলেছেন, বিশ্বের দশ মিলিয়ন ভাইরাস সংক্রমণ ছড়াতে তিন মাসের বেশি সময় লেগেছে, তবে শেষ দশ মিলিয়ন কেস মাত্র আট দিনের মধ্যে ধরা পড়েছে।
নিজের বক্তব্য প্রকাশ করার সময় কিন্তু টেড্রোস একবারও মার্কিন প্রেসিডেন্টের নাম উচ্চারণ করেননি। কিন্তু মহামারি নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে সতর্ক করেছিলেন। তাঁর কথায়, 'এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে আতঙ্কের বিষয় কেবলমাত্র করোনা ভাইরাসই নয়, বিশ্ব সংহতি এবং আন্তর্জাতিক নেতৃত্বের অভাবও একটা বড় হুমকি। এইভাবে বিভক্ত বিশ্বে আমরা এই মহামারির মোকাবিলা কোনওদিনই করতে পারব না।'
Post a Comment