করোনা মোকাবিলায় মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনে বাড়তে পারে মৃত্যু হার, সতর্ক করল WHO


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের টিকা আবিস্কারের লক্ষ্যে এখন বিশ্বের তাবড় তাবড় দেশগুলি। তবে করোনা প্রতিরোধে অ্যান্টিবায়োটিক সেবন নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু সাফ জানিয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে তা শরীরের ওপর বিরুপ প্রভাব ফেলতে পারে এমনকি এতে করে মানুষের মৃত্যু পর্যন্তও হতে পারে।

সোমবার জেনেভায় হু-এর সদর দফতরে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা জারি করেন হু-এর সচিব টেড্রস আধানম। বিভিন্ন দেশে অত্যধিক মাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে দিনে দিনে বাড়ছে ক্ষতির পরিমাণ। যার ফলে রোগ-বালাইও বাসা বাধতে পারে সহজেই। 

হু-এর সচিব আরও জানিয়েছেন, সাম্প্রতিক যা পরিস্থিতি তাতে করে এখনই করোনা বিদায় নেওয়ার কোনওরকম সম্ভাবনা নেই। বিশ্ববাসীর সঙ্গী হতে চলেছে করোনা। ইতিমধ্যে ১৫৫টির মতো দেশে ছড়িয়ে পড়েছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে কোন পথে মিলবে সুরাহা, তার চেষ্টায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Blogger দ্বারা পরিচালিত.