করোনার টিকা প্রথম পাচ্ছে যারা, জেনে নিন তারা কে
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত টিকার প্রথম পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে ব্রাজিলে। চলতি মাসে সাও পালোতে দুই হাজার স্বেচ্ছাসেবককে এই টিকা দেওয়া হবে।
সাও পালোতে টিকার ট্রায়ালে অর্থায়ন করছে লেম্যান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডেনিস মিজনে এই ট্রায়ালকে ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মন্তব্য করেছেন।
ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অব সাওপালো জানিয়েছে, দেশটির স্বাস্থ্য নজরদারি সংস্থা আনভিসা মঙ্গলবার ট্রায়ালের অনুমোদন দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় টিকার এই ট্রায়াল হবে।
সম্প্রতি ইউরোপের দেশগুলোতে করোনার সংক্রমণ কমতে শুরু করায় টিকা উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠানগুলো করোনার টিকা ট্রায়াল নিয়ে বিপাকে পড়েছে। কারণ কোনো অঞ্চলে টিকার ট্রায়ালের জন্য সংশ্লিষ্ট রোগটিতে আক্রান্তের সংখ্যার হার ওই এলাকায় বেশি থাকা প্রয়োজন। এ কারণে গত সপ্তাহে করোনাভাইরাসের নতুন হটস্পট ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে টিকার ট্রায়ালের ঘোষণা দিয়েছিল অক্সফোর্ড।
Post a Comment