ভারতীয় মহিলারা কেন পায়ে আংটি পরেন জানেন?
Odd বাংলা ডেস্ক: খেয়াল করলে দেখা যাবে, পায়ের দ্বিতীয় আঙুলে সাধারণত আংটি পরেন ভারতীয় মহিলারা। কারণ, এই আঙুল থেকে একটি বিশেষ স্নায়ু গর্ভাশয় হয়ে সোজা হৃৎপিণ্ডে চলে যায়। ফলে এই পায়ে একটি আংটি গর্ভাশয়কে মজবুত করে, রক্ত চলাচল নিয়ন্ত্রিত করে গর্ভাশয়কে রাখে সতেজ।পায়ের আঙুলে মহিলাদের আংটি পরার এটি একটি ব্যাখ্যা।
এ ছাড়াও বলা হয় যে, পায়ের এই আঙুলে আংটি থাকলে ঋতুচক্রও স্বাভাবিক থাকে।
Post a Comment