মানসিক অসুস্থতায় বিমা নেই কেন? কারণ জানতে চেয়ে কেন্দ্র ও IRDAI-কে সুপ্রিম নোটিশ
Odd বাংলা ডেস্ক: মানসিক অবসাদ এবং হতাশা যে কি চরম পরিণতি ধারণ করতে পারে, তার প্রমাণ দিল বলিউডের সম্ভাবনাময় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা। যদিও ঠিক কী কারণে তিনি এই মারাত্মক পথ বেছে নিলেন, তা এখনও প্রমাণিত নয়। কিন্তু তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া মানসিক অবসাদ কাটানোর ওষুধ এবং প্রেসক্রিপশন বলে দিচ্ছে চরম মানসিক অবসাদের মধ্যে দিয়ে শেষ কয়েকটা দিন কাটিয়েছিলেন সুশান্ত। আর এই মানসিক অবসাদের জেরে আত্নহত্যার ঘটনা দিনে দিনে বেড়েই যাচ্ছে। আর এবার মানসিক স্বাস্থ্যের চিকিত্সা ব্যবস্থা নিয়ে কেন্দ্রকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়ে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়েছে, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্যবিমা নেই কেন? সুপ্রিম কোর্ট এই বিষয়ে জানতে চেয়ে IRDAI-কেও নোটিশ পাঠিয়েছে। সুপ্রিম কোর্টের কেন্দ্র ও IRDAI-র কাছে কোনও ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হলে বা মনের অসুখ দেখা দিলে বিমার কভারেজ নিয়ে বিস্তারিত জানতে চেয়েছে৷ এই মামলার পরবর্তী শুনানি হবে দু-সপ্তাহ পরে৷
মানসিক অবসাদের মতো সমস্যা আগে থেকেই ছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে করোনা সংক্রমণের ফলে তা কোপ পড়েছে আর্থিক সংস্থানের ওপরেও, আর এর ফলে ঠিক মানসিক অবসাদ না হলেও হতাশা, দুশ্চিন্তা তাড়া করে বেড়াচ্ছে প্রতিটা মানুষকেই। যা পরোক্ষভাবে অবসাদ গ্রাস করছে মানুষকে। যার ফলে এই পৃথিবীর বুকে বেঁচে থাকার চেয়ে আত্মহত্যার পথই অনেকের কাছে সহজ বলে মনে হয়। যা নিঃসন্দেহে খুবই চিন্তার বিষয়।
বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI-কে তাই নোটিশ দিয়েছে শীর্ষ আদালত৷ প্রসঙ্গত, মানসিক স্বাস্থ্য পরিষেবা আইন ২০১৭-এ বলা রয়েছে, শারীরিকভাবে অসুস্থ ব্যক্তির মতোই মানসিক অসুস্থ ব্যক্তিকেও সমানভাবে গুরুত্ব দেওয়া দরকার। শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিরা বিমার ক্ষেত্রে যে ধরণের সুযোগ-সুবিধা পান, মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকেও সেই সব সুবিধা দিতে হবে৷
Post a Comment