দুই স্ত্রী’র কাছে ৩ দিন করে থাকবে স্বামী, আর একদিন ‘অফ ডে’! ঘটনা এই দেশেরই
Odd বাংলা ডেস্ক: এবার প্রকাশ্যে এল এক অদ্ভুত ঘটনা। এক পুরুষের দুই স্ত্রী হাজির। তারা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন স্বামীকে। তারাই ঠিক করে দিলেন, কার সঙ্গে কতদিন থাকবে স্বামী। ঝাড়খণ্ডের রাঁচীতে এই ঘটনা ঘটেছে। দুই মহিলা চাইছেন তিনদিন করে প্রত্যেকের কাছে থাকুক স্বামী। এমনকি স্বামীকে একটা ‘ডে অফ’ও দিচ্ছে স্ত্রী’রা। স্বাভাবিকভাবেই এই মামলায় অবাক হয়েছেন সবাই। ব্যক্তির নাম রাজেশ। তাঁর দুই স্ত্রী। কিন্তু, সময় কাটানো নিয়ে দুই স্ত্রী’র মধ্যে ঝামেলা তৈরি হওয়াতেই সমস্যা হয়। পুলিশের কাছে হাজির হয় দু’জনে। প্রায় প্রত্যেক দিনই থানায় গিয়ে হাজির হচ্ছিল তারা। আর তাতে বেজায় বিপাকে পড়ে যায় পুলিশ। কিছুদিন পর দ্বিতীয় স্ত্রী আবার হাজির হন থানায়। গিয়ে বলেন, ‘পাঁচ দিন হয়ে গিয়েছে, স্বামী আসেনি। কিছু একটা করুন।’ এরপরই পুলিশ দুই স্ত্রী’কে নিয়ে থানায় আসতে বলে রাজেশকে। পুলিশের উপস্থিতিতেই সমঝোতায় আসে তারা। পুলিশের সামনেই ঠিক হয়, সপ্তাহের প্রথম তিন দিন প্রথম স্ত্রী’র কাছে থাকবে রাজেশ, পরের তিনদিন থাকবে দ্বিতীয় স্ত্রী’র কাছে। আর এক দিন ‘অফ ডে।’
তথ্যসূত্র: স্কুপহুপ
Post a Comment