একটা কলা আর ডিমেই সুন্দর হয় নিতম্ব!



Odd বাংলা ডেস্ক: আকর্ষণীয় চেহারা পেতে কার না ইচ্ছে হয়! ফ্যাশনিস্তা এখন প্রত্যেকেই। অন্যের চোখে নিজেকে আকর্ষণীয় করে তোলার মজাই আলাদা। তবে পারফেক্ট ফিগার কী, বা কোনটা, তার সর্বজনগ্রাহ্য কোনও নির্দিষ্ট পরিমাপ নেই। বর্তমান ফ্যাশন দুনিয়ায় এক নয়া ট্রেন্ড, আকর্ষণীয় নিতম্বের অধিকারী হওয়া। সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন মডেল বিভিন্ন পোজে ছবি পোস্ট করেন। এর মধ্যে নয়া ট্রেন্ড নিজের আকর্ষণীয় নিতম্ব শো-অফ করা। জেনিফার লোপেজ, কিম কার্দাশিয়ান, নিকো অস্টিন— জনপ্রিয় এই সেলিব্রিটিরা নিজেদের নিতম্বের কারণে প্রায়ই শিরোনামে উঠে আসেন পাশ্চাত্যের প্রচারমাধ্যমে। ব্রাজিলে তো সেরা নিতম্বের অধিকারিণীকে পুরস্কৃত করার জন্য বার্ষিক ‘মিস বামবাম’ সৌন্দর্য প্রতিযোগিতাও হয়ে থাকে।

Blogger দ্বারা পরিচালিত.