দিল্লিতে প্রতি ৪ জনে একজন করোনাভাইরাসে আক্রান্ত


Odd বাংলা ডেস্ক: সরকারি জরিপে জানানো হয়েছে, ২১ হাজার ৩৮৭ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২৩ দশমিক ৪৮ শতাংশের মধ্যে কোভিড-১৯ অ্যান্টিবডি পাওয়া গেছে। নগরীতে যে সংখ্যক করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে প্রকৃত সংখ্যা তারচেয়ে অনেক বেশি। বিবিসি জানিয়েছে, দিল্লিতে এ পর্যন্ত এক লাখ ২৩ হাজার ৭৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেই হিসেবে নগরীর এক কোটি ৯৮ লাখ বাসিন্দার মধ্যে সংক্রমণের হার এক শতাশেংরও কম। দিল্লি সরকারের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যান্টিবডি পরীক্ষা অনুযায়ী, যদি আক্রান্তের হার ২৩ দশমিক ৪৪ শতাংশ হয়, তাহলে নগরীর ৪৬ লাখ পাঁচ হাজার মানুষের মধ্যে ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এই পার্থক্য এটাই দেখাচ্ছে যে, ‘বিপুল সংখ্যক আক্রান্ত মানুষ লক্ষণবিহীন অবস্থায় আছেন।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৩ দশমিক ৪৪ শতাংশ আক্রান্তের সংখ্যাটিও অনেক কম হতে পারে। কারণ দিল্লিতে বেশ কয়েকটি ঘণবসতিপূর্ণ অঞ্চল রয়েছে। ‘জনগোষ্ঠীর উল্লেখযোগ্য একটি অংশ এখনও অরক্ষিত’। তাই স্বাস্থ্য সতর্কতার বিষয়টি কঠোরভাবে মেনে চলা উচিত।
Blogger দ্বারা পরিচালিত.