বুবোনিক প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যু এক কিশোরের, তার সংস্পর্শে আসা ১৫জন কোয়ারেন্টাইনে!


Odd বাংলা ডেস্ক: গতকালই মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি কাঠবেড়ালির শরীরে বুবোনিক প্লেগ ধরা পড়েছে। আর আজ পশ্চিম মঙ্গোলিয়া থেকে এই ভয়ানক রোগের সংক্রমণ ধরা পড়েছে এক কিশোরের শরীরে। সেদেশের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ১৫ বছর বয়সী ওই ছেলেটি বুবোনিক প্লেগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। 


সূত্রের খবর, এক বিশেষ প্রকার ইঁদুরের মাংস খেয়েই তাঁর শরীরে বুবোনিক প্লেগের সংক্রমণ ছড়ায়। পাশাপাশি আরও দুজন কিশোরে শরীরেও বুবোনিক প্লেগের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে খবর। তাদের অ্যান্টিবায়োটিক-এর সাহায্যে চিকিৎসা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক আরও জানানো হয়েছে যে প্লেগে আক্রান্ত হয়ে মৃত ছেলেটির সংস্পর্শে আসা ১৫ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে এবং তাদের অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।     
Blogger দ্বারা পরিচালিত.