বিশ্বের ৭৭টি দেশ থেকে ১৭,০০০ জাল করোনা টেস্ট কিট উদ্ধার!
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বে যখন কোভিড-১৯-এ জর্জরিত। তখন বিশ্বের ৭৭টি দেশ থেকে ১৭ হাজার ভুয়ো কোভিড টেস্ট কিট উদ্ধার করা হয়েছে বলে খবর। বুধবার ইন্টারপোলের তরফে জানানো হয়েছে এযাবাত ৭৭টি দেশ থেকে ১৭ হাজার জাল করোনা টেস্ট উদ্ধার করা হয়েছে। বেআইনি খাদ্য ও পানীয় দ্রব্যের অভিযান চালাতে গিয়েই এই ভুয়ো টেস্ট কিটগুলি উদ্ধার হয়েছে বলে খবর।
সূত্রের খবর, সারা বিশ্ব থেকে উদ্ধার হওয়া জাল টেস্ট কিটগুলির মূল্য আনুমানিক ৪০ মিলিয়ন ডলার। আরও জানা গিয়েছে, ২০১৯-এর ডিসেম্বর থেকে ২০২০-এর জুনের মধ্যে ৪০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ইন্টারপোল জানিয়েছে, দক্ষিণ-পূর্ব শ্রান্সের শহর লিওন-এ বাজেয়াপ্ত হওয়া পণ্যগুলির মধ্যে রয়েছে দূষিত দুগ্ধজাত পণ্য, অবৈধভাবে জবাই করা প্রাণীদের মাংস কোনও অসুখ নিরাময়ের জন্য ভুয়ো লেবেলযুক্ত পণ্য।
ইন্টারপোল আরও যোগ করেছে, 'বাজেয়াপ্ত হওয়া অন্যান্য অবৈধ পণ্যগুলির মধ্যে প্রসাধনী, পাদুকা, পোশাক, হ্যান্ডব্যাগ, গাড়ির যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, তামাক এবং ওষুধও ছিল, যার আনুমানিক মূল্য ৩.১ মিলিয়ন ডলার রয়েছে।'
Post a Comment