মর্মান্তিক! করোনা সন্দেহে বাস থেকে ধাক্কা, মৃত্যু হল ১৯ বছরের তরুণীর



Odd বাংলা ডেস্ক: রোদ আর গরম থেকে ক্লান্তিতে বাসের মধ্যে অজ্ঞান হয়ে গিয়েছিল উনিশ বছরের মেয়ে আংশিকা। আর তাতেই করোনা সন্দেহে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় মেয়ে এবং মাকে। এরপর মারা যায় আংশিকা। উত্তরপ্রদেশের মথুরায় গত সপ্তাহে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। আংশিকা বাসের মধ্যে হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কানাষুষা শুরু করে বাসযাত্রীরা। যোগ দেয় চালক ও বাসের হেল্পার। মা বোঝানোর চেষ্টা করেছিলেন, তাঁর মেয়ে সুস্থ আছে, অতিরিক্ত গরমে ক্লান্তিতে জ্ঞান হারিয়েছে। চোখে-মুখে জল দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু কোন কথা না শুনেই মা এবং মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো বাস থেকে। পরে রাস্তার ধারে বসে অসহায় মা দেখলেন, কথা কাটাকাটির মাঝে অনেক আগেই মারা গেছে আংশিকা। 

 ময়নাতদন্তের রিপোর্ট বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। আংশিকার হৃদপিণ্ড আকারে বড়, আর তা থেকে কার্ডিয়াক অ্যারেস্ট স্বাভাবিক ঘটনা। এদিকে মথুরা পুলিশের দাবি, করোনা আতঙ্কের কারণেই অসুস্থ আংশিকাকে বাস থেকে নামিয়ে দেয়া হয়েছিল,কিন্তু কোনও কথা কাটাকাটি হয়নি। বরং তারা যাতে অন্য বাস ধরতে পারেন, সেই কারণেই টোল প্লাজার সামনে নামানো হয়েছিল মা-মেয়েকে। আংশিকার বাবা পটপরগঞ্জে সিকিউরিটি গার্ডের কাজ করেন। নয়ডায় করোনা সংক্রমণ বাড়ছে বলেই মেয়েকে এবং স্ত্রীকে দেশের বাড়ি শিকোহাবাদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর সেই জন্য নয়ডার সেক্টর ৩৭ থেকে উত্তরপ্রদেশের সরকারি বাস ধরেন আংশিকা এবং তার মা সর্বেশ দেবী। আংশিকার পরিবারের দাবি, বাসকর্মী ও সহযাত্রীদের ওরকম ব্যবহার সহ্য করতে পারেননি আংশিকা। আংশিকার ভাই শিব জানায় রওনা দেওয়ার সময় তার দিদি সুস্থ ছিল। ওর কোনও অসুস্থতা বা করোনার উপসর্গ ছিল না। বাসকর্মীদের অমানবিক আচরণই আংশিকাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে দাবি করেছেন তার ভাই। সেই সাথে নিজের বোনের মৃত্যুর দাবি জানিয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.