রাজ্যে নয়া নিয়ম, সপ্তাহে ২ দিন করে সম্পূর্ণ লকডাউন, চলতি সপ্তাহে কোন কোন দিন, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে এরাজ্যেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। আর এই পরিস্থিতিতে এক নয়া নিয়ম চালু করল রাজ্য সরকার। সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে রাজ্যে প্রতি সপ্তাহে ২দিন করে লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনাভাইরাসের শৃঙ্খল ভাঙতে সপ্তাহে দু'দিন সম্পূর্ণ লকডাউন মেনে চলা হবে। এদিন স্বরাষ্ট্র সচিব বলেন, চলতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার পুরোপুরি লকডাউন থাকবে, সমস্ত অফিস যাতে বন্ধ রাখা হয় সেজন্য আগে থেকেই ঘোষণা করা হল। 

তবে প্রতি সপ্তাহেই যে নির্দিষ্ট দুটি দিনেই লকডাউন পালন করা হবে এমনটা নয়। বরং সপ্তাহের কোন কোন দিন সম্পূর্ণ লকডাউন করা হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার। তবে আগামী সপ্তাহে বুধবার অর্থাত ২৯ জুলাই সম্পূর্ণ লকডাউন থাকবে বলে জানান স্বরাষ্ট্র সচিব। 
Blogger দ্বারা পরিচালিত.