পাঁচ কোটিতে একটি হয়, এমন বিরল ঘটনা ঘটালেন তিন বোন!



Odd বাংলা ডেস্ক: একই দিনে তিন বোন একই হাসপাতা’লে তিন সন্তানের জন্ম দিলেন। শুধু তাই নয়, একই প্রসূতি বিশেষজ্ঞের তত্ত্বাবাবধানে তারা সন্তান জন্ম দেন। সম্প্রতি আ’মেরিকার ওহিও-তে এমনই এক বিরল ঘটনা সামনে এল যা কিনা পাঁচ কোটিতে একটি হয়। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ড্যানেসা হাইনেস, অ্যারিয়েল উইলিয়ামস এবং অ্যাশলে হাইনেস তিন জন বোন। 

তারা একইসাথে ওহিও হেলথ ম্যানসফিল্ড হাসপাতা’লে গত ৩ জুলাই তাদের সন্তান জন্ম দেন। মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে তিন সন্তানের জন্ম হয়। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের ১৯৯৮ সালের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিলো, একই দিনে তিন বোনের সন্তান জন্ম দেয়ার ঘটনা পাঁচ কোটিতে একটি দেখা যায়। 

 প্রতিবেদন সূত্রে জানা গেছে, তিন বোনই স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের সন্তানের জন্ম দিয়েছেন। তিন বোনের মধ্যে অ্যারিয়েল ওই দিন প্রথম কন্যাসন্তানের জন্ম দেন। এর পর অ্যাশলে এক পুত্রসন্তান ও সব শেষে ড্যানিস কন্যাসন্তানের জন্ম দেন বলে জানা গিয়েছে। স্থানীয় এক সংবাদমাধ্যমকে ড্যানিস জানান, এটা তাদের কাছে আশীর্বাদ। একটা অসাধারণ অ’ভিজ্ঞতা। তাদের চিকিৎসক অবশ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।
Blogger দ্বারা পরিচালিত.