একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯,০০০, একদিনে সুস্থও হয়ে উঠলেন রেকর্ড সংখ্যক মানুষ
Odd বাংলা ডেস্ক: প্রত্যেকদিন রেকর্ড সংখ্যায় মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৯ হাজার ৩১০ জন মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। যার ফলে সারা দেশের করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে হল ১২.৮৭ লক্ষ। শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গিয়েছে ৭৪০ জন। যার ফলে সারা দেশের করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে, সংখ্যাটা ৩০ হাজার ৬০১।
টানা ২দিন ধরে দেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গতকাল দেশে ৪৫ হাজার ৭০২ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ১ হাজার ১২৯ জনের। তবে শেষ ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ৩৪,৬০২ জন করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত দেশে করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন মোট ৮ লক্ষ ১৭ হাজার ২০৯ জন। ভারতে এখন কোভিড অ্যাকটিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৪০ হাজার ১৩৫।
সরকারি তথ্য অনুসারে, এখনও পর্যন্ত সারা দেশে দেড় কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল সারা দেশব্যাপী ৩ লক্ষ ৫২ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ভারতের করোনা আক্রান্তের নিরিখে সপ্তম স্থানে পশ্চিমবঙ্গ। এরাজ্য করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৭৫৭ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৫ জনের। করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩১ হাজার ৬৫৬ জন। এরাজ্যে মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮,৮৪৬।
Post a Comment