কুরবানির আগেই ঘরের দরজা ভাঙতে দেখা গেল ৫০ টি গরু মরে পরে আছে
Odd বাংলা ডেস্ক: ছত্রিশগড়ে অস্থায়ী একটি শিবিরের মধ্যে গাদাগাদি করে অনেক গরু রাখা হয়েছিল। এর জেরে ৫০টি গরুর মৃত্যু হওয়ায় প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে স্বয়ং মুখ্যমন্ত্রী দোষীদের শনাক্ত করে কড়া শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিলাসপুর জেলার তাখতপুর এলাকার মেধপার গ্রামে।
স্থানীয় সূত্রে বলছে, ওই গরুগুলিকে মেধাপার গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল। শনিবার সকালে প্রচণ্ড দুর্গন্ধ বেরোতে শুরু করলে এলাকার মানুষ খোঁজখবর শুরু করেন। পরে পঞ্চায়েতের ওই ঘরের বন্ধ দরজার ভাঙতে বেরিয়ে আসে আসল সত্য। দেখা যায়, সেখানে ৫০টি গরু মরে পড়ে রয়েছে।
খবরটি জানাজানির পর ঘটনাস্থলে আসেন প্রশাসন কতৃপক্ষ। তারপর গরুগুলির মৃতদেহ ট্র্যাক্টরে করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই রাজ্যজুড়ে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক।
এই ঘটনার জন্য যারা দায়ী তাদের শনাক্ত করে কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছি বিলাসপুরের কালেক্টারকে। এর সঙ্গে জড়িত কাউকে ছাড়া হবে না।’
ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, গরুগুলি বাইরে বেরিয়ে মাঠের ফসল খাচ্ছিল। তা আটকানোর জন্য পঞ্চায়েত প্রধান ও কিছু গ্রামবাসী মিলে আলোচনা করে ওই গরুগুলিকে ছোট্ট একটি ঘরের মধ্যে আটকে রেখেছিল।
Post a Comment