উত্তরপ্রদেশের ব্রাহ্মণ দস্যুর বিরুদ্ধে এনকাউন্টারে গিয়ে ৮ পুলিশ কর্মী নিহত
Odd বাংলা ডেস্ক: পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে গুলির লড়াইয়ে শহিদ হলেন ৮ পুলিশকর্মী৷ উত্তরপ্রদেশের কানপুরের চৌবেপুর থানা এলাকায় ঘটা এই সংঘর্ষের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ ঘটনায় বিলহোরের সিও-সহ ৮ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে ৷ এসও -সহ ৬ পুলিশকর্মীর গুরুতর আহত হয়েছেন ৷ আহত পুলিশকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
এনকাউন্টারে পুলিশকর্মীরা শহিদ হওয়ার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷ অভিযুক্তদের গ্রেফতার করার জন্য তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে ৷
ঘটনাস্থলে যাবে ডিজিপি ৷ এডিজি (ল অ্যান্ড অর্ডার) প্রশান্ত কুমার ঘটনাস্থলের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন ৷
জানা গিয়েছে, বিকাশ দুবে নামে দুষ্কৃতী ও তার সঙ্গীরা পুলিশ টিমকে লক্ষ্য করে ছাদ থেকে গুলি করতে শুরু করে ৷ বিকাশ দুবের বিরুদ্ধে থানায় ঢুকে রাজ্যের মন্ত্রীকে খুন করার অভিযোগ রয়েছে ৷ খুনের ঘটনার তদন্ত করছে যে টিম তাদের উপর হামলা করা হয় ৷ এনকাউন্টারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷ এনকাউন্টারের পর জোলার সমস্ত সীমা সিল করে দেওয়া হয়েছে ৷ গোটা এলাকাজুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়ে গিয়েছে ৷
Post a Comment