বিগ বি, অভিষেকের পর এবার ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যাও করোনা পজিটিভ!


Odd বাংলা ডেস্ক: শনিবার রাতে করোনা পজিটিভ ধরা পড়ে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং তাঁর পুত্র অভিষেক বচ্চনের। আর এবার করোনার কবলে ঐশ্বর্য্য রাই বচ্চন এবং তাঁর কন্যা আরাধ্যাও! মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ আজ ঐশ্বর্য এবং তাঁর মেয়ের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন। 

শনিবার প্রবীণ বলি আইকন অমিতাভ বচ্চন এবং তাঁর পুত্র অভিষেক বচ্চন তাঁদের করোনা রিপোর্ট পজিটিভ আসার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। এরপর পুরো বচ্চন পরিবারেরই করোনা টেস্ট করা হয়। এরপর আজ পাওয়া রিপোর্টে জানা গিয়েছে ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর কন্যা আরাধ্যাও কোভিড ১৯-পজিটিভ। তবে স্বস্তির খবর এই যে শ্রীমতি জয়া বচ্চন-এর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁদের দ্রুত আরোগ্য কামনায় তামাম সাধারণ মানুষ থেকে শুরু করে সকলে। 

প্রথমে ব়্যাপিড টেস্টে আরাধ্যা এবং ঐশ্বর্যের রিপোর্ট নেগেটিভ আসে কিন্তু পরে সোয়্যাব টেস্ট করায় রিপোর্ট নেগেটিভ আসে। সূত্রের খবর একটি ডাবিং স্টুডিও থেকে সংক্রমণ প্রথমে ছড়ায় অভিষেক বচ্চনের শরীরে এরপর তাঁর থেকে আক্রান্ত হন বিগ বি, আরাধ্যা এবং ঐশ্বর্যও!
Blogger দ্বারা পরিচালিত.