'শ্বাস নিতে পারছি না,জলও দিচ্ছে না ওরা', মৃত্যুর আগে কোভিড রোগী


Odd বাংলা ডেস্ক: করোনাকালে ভারতে একের পর এক হৃদয়বিদারক ঘটনা ঘটেই চলেছে। হায়দরাবাদের পরে এবার উত্তর প্রদেশ। আবারও মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তোলা কভিড রোগীর অডিও ক্লিপ ভাইরাল হলো ইন্টারনেটে। যন্ত্রণায় ছটফট করছেন রোগী, সাহায্য চাইছেন, এমন মর্মান্তিক ভিডিও ঘিরে ফের তোলপাড় শুরু হয়েছে নানা মহলে। 'শ্বাস নিতে পারছি না আমি। জলের তেষ্টায় গলা-বুক শুকিয়ে যাচ্ছে। এখানে জলের কোনো ব্যবস্থাই নেই। আমাকে অন্য কোথাও নিয়ে যান'- মৃত্যুর আগে করোনা রোগীর এমন একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। সেই সঙ্গে হাসপাতালের বেডে শোয়া এক করোনা রোগীর ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.