আর একটু হলেই আটক হচ্ছিল, থানা থেকে পালিয়ে বাঁচল গরু!
Odd বাংলা ডেস্ক: কত কারণেই কত জনকে থানায় যেতে হয়। কেউ যান বিচার চাইতে, কেউ যান অভিযুক্ত হয়ে। কিন্তু এই গরুটি কেন থানায় গিয়েছিল, তা অজানা থেকে গিয়েছে। তবে অস্ট্রেলিয়ার এক থানায় এমন ভাবে গরু ঢুকে পড়া ও তা দেখে অফিসারদের দৌড়ে আসার ভিডিওটি নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে।
ফেসবুকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ডুমাডগি থানার পেজে ভিডিওটি পোস্ট করা হয়েছে। রবিবার পোস্ট হওয়া ওই ভিডিওটি থানার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ঘটনা। সেখানে দেখা যাচ্ছে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটি গরু ঢুকে পড়ছে থানার ভিতরে। গরুটির পায়ের চাপে স্বয়ংক্রিয় দরজা খুলে যাচ্ছে। ফলে বিল্ডিংয়ে ঢুকতে তার কোনো অসুবিধাও হয়নি।
থানার ভিতর এমন অনাহূত একজনকে দেখে দৌড়ে আসেন দুই পুলিশকর্মী। তাদের মধ্যে এক মহিলা পুলিশকর্মী আবার মোবাইল বের করে ছবি তুলে রাখছেন গরুটির। পুলিশকর্মীরা দৌড়ে আসতেই গরুটি হয়তো বুঝতে পারে তার ঠিক এই জায়গায় আসা উচিত হয়নি। তাই সে সঙ্গে সঙ্গে আবার পিছুটান দেয়।
ভিডিওটি পোস্ট করে ওই পেজে লেখা হয়েছে, গরুটি কাউকে আঘাত না করে ফিরে যাওয়ায় তারা খুশি।
ভিডিওটিতে এখনো পর্যন্ত প্রায় ৯ হাজার লাইক পড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে কমেন্ট ও শেয়ার। কোনো কোনো নেটিজেন মন্তব্য করেছেন, ভাগ্যিস পালিয়ে গিয়েছে, না হলে আটক হতে হত।
Post a Comment