বলিউডে পর্যাপ্ত কাজ পাচ্ছেন না অস্কারজয়ী এ আর রহমান, বললেন 'একটা গোটা গ্যাং আমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে'
Odd বাংলা ডেস্ক: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই যেভাবে বলিউডে নেপোটিজম, ফেভারিটজম নিয়ে আলোচন হচ্ছে, ঠিক তখনই একপ্রকার বিস্ফোরণ ঘটালেন অস্কারজয়ী মিউজিক কম্পোজার এ আর রহমান। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাতকারে রহমান জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে একটা গোটা গ্যাং কাজ করছে, আর সেইকারণেই বলিউডে পর্যাপ্ত কাজ পাচ্ছেন না তিনি।
গত ২৪ জুন ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হওয়া সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'র জন্য এই ন'টি গান কম্পোজ করেছিলেন রহমান। রেডিও মিরচির সঙ্গে একটি সাক্ষাৎকারে, যখন রহমানকে প্রশ্ন করা হয়েছিল যে, কেন তিনি বলিউডের ফিল্মের জন্য আরও বেশি করে গান কম্পোজ করেন না। এর উত্তরে তিনি বলেছিলেন বলিউডের কিছু লোক তাকে নিয়ে 'মিথ্যা গুজব' ছড়িয়েছে। তিনি বলেন, 'দেখুন, আমি ভাল ছবিকে না বলি না, তবে আমার মনে হয়, একটি গ্যাং আছে, যারা ভুল বোঝাবুঝির কারণে, কিছু মিথ্যা গুজব ছড়াচ্ছে।'
রহমান আরও বলেন, যখন 'দিল বেচারা'-র মিউজিক করার জন্য মুকেশ ছাবড়া এ আর রহমানের কাছে যাবেন ঠিক করেন, তখন অনেকে তাঁকে বারণ করেছিল রহমানের কাছে। সেকথা মুকেশ নিজেই বলেছিলেন তাঁকে। রহমানকে নিয়ে তাঁরা নানারকম গল্প বলেছিলেন। রহমান জানান, এরপরই তিনি বুঝতে পেরেছিলেন যে, কেন তিনি বলিউডে এত কম কাজ পান।
প্রসঙ্গত, এ আর রহমান গুরু, রকস্টার, দিল সে, রোজা, লগান, রাঞ্ঝনা এবং স্বদেশের মতো বহু প্রশংসিত ছবির জন্য সাউন্ডট্র্যাকগুলি কম্পোজ করেছিলেন। স্লামডগ মিলিয়নিয়ার ছবির জন্য অস্কার পুরস্কার লাভ করেন তিনি।
প্রসঙ্গত, এ আর রহমান গুরু, রকস্টার, দিল সে, রোজা, লগান, রাঞ্ঝনা এবং স্বদেশের মতো বহু প্রশংসিত ছবির জন্য সাউন্ডট্র্যাকগুলি কম্পোজ করেছিলেন। স্লামডগ মিলিয়নিয়ার ছবির জন্য অস্কার পুরস্কার লাভ করেন তিনি।
Post a Comment