মহাকাশ থেকে সূর্যোদয়ের দৃশ্য কেমন লাগে জানেন, দেখলে বিস্ময় জাগবে
Odd বাংলা ডেস্ক: প্রতিদিন সকালে উঠে সূর্যোদয় দেখেন অনেকেই, কিন্তু কখনও কি ভেবে দেখেছেন এই বিশালাকার মহাকাশ থেকে সূর্যদয়ের ছবিটা ঠিক কেমন হতে পারে? নাসার নভোশ্চর বব বেহনকেন সোশ্যাব মিডিয়ায় মহাকাশ থেরে তোলা সূর্যোদয়ের কিছু ছবি শেয়ার করেছেন।
বব বেহনকেন বর্তমানে রয়েছেন আন্তর্জাতিক মহাকাশযানে, সেই মহাকাশযান থেকেই তোলা সূর্যোদয়ের দৃশ্যটি তিনি শেয়ার করেছেন তাঁর টুইটার হ্যান্ডেলে। জানা গিয়েছে, ছবিটি পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার দূরত্ব থেকে তোলা হয়েছে। চারটি ছবির সিরিজে দেখে যাচ্ছে কীভাবে একটু একটু করে সূর্যের ছটা ছড়িয়ে পড়ছে।
First moments of sunrise from @Space_Station. pic.twitter.com/jF1AXea4N4— Bob Behnken (@AstroBehnken) July 27, 2020
দ্য আটলান্টিক ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি প্রতি ৯০ মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। যার অর্থ হল, মহাকাশযানে থাকা নভশ্চররা প্রতি ৯০ মিনিটে একবার সূর্যোদয় প্রত্যক্ষ করেন। যার ফলে তাঁরা দিনে মোট ১৬টি সূর্যোদয় প্রত্যক্ষ করেন।
নভোশ্চর বব বেহনকেন এবং ডওগ হারলে মে মাসে স্পেসএক্স-এর প্রথম ক্রু বিমানে আন্তর্জাতিক স্পেস স্টেশন ভ্রমণে গিয়েছিলেন। তাঁরা দু-মাস কক্ষপথে কাটিয়ে অগাস্টের ২ তারিখে পৃথিবীতে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
Post a Comment