করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে এপর্যন্ত ৯৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে, আক্রান্ত ১,২৭৯
Odd বাংলা ডেস্ক: ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে একটি প্রাথমিক অনুসন্ধানের পর জানা গিয়েছে, এপর্যন্ত ভারতে কোভিড-১৯ রোগীদের পরিষেবায় থাকা ৯৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আইএমএ-এর প্রধান ডাঃ রাজন শর্মা জানিয়েছেন, যে সর্বশেষ গণনা অনুযায়ী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯৩ জন চিকিৎসক মারা গিয়েছেন, এবং ১,২৭৯ জন চিকিৎসক সংক্রমিত হয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, এ পর্যন্ত ৩৫ বছরের কম বয়সী ৭৭১জন চিকিৎসক, ৩৫ থেকে ৫০ বছর বয়সী ২৪৭ জন চিকিৎসক এবং ৫০ বছরের বেশি বয়স্ক ২৬১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এটি কেবল চিকিৎসকদেরই করোনা আক্রান্তের পরিসংখ্যান। এছাড়াও রয়েছেন স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত অসংখ্য স্বাস্থ্যকর্মী, নার্স এবং অন্যা কর্মীরা, যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন।
তবে আইএমএ কেরলের কোচি শাখারা প্রধান ডাঃ রাজীব জয়দেবন-এর তরফে প্রকাশিত পরিসংখ্যান বলছে সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১০ জন চিকিৎসকের। তাঁর দাবি স্থানীয় এবং দেশীয় স্তরে অনুসন্ধান চালিয়েই তিনি এই রিপোর্ট তৈরি করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, তিনি নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদেরও তথ্য সংগ্রহ করছেন। এখটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ডাঃ জয়দেবন জানিয়েছেন, যে এই প্রতিবেদনটি তাঁর ব্যক্তিগত কাজ এবং আইএমএ-এর মতামত এতে প্রতিফলিত হয়নি। তবে করোনা মহামারির যোদ্ধা হিসাবে চিকিৎসক, নার্স এবং সমস্ত স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
Post a Comment