ভারতের বিরাট সাফল্য, গালওয়ান উপত্যকায় ১ কিলোমিটার পিছিয়ে গেল চিন সেনা
Odd বাংলা ডেস্ক: গত ১৫ জুন ভারত ও চিনের রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২০জন ভারতীয় সেনাজওয়ান। তাঁদের মৃত্যুশোক এখনও তাজা, আর তার মধ্যেই এল সুখবর, ভারতের কাছে যা এক বিরাট সাফল্য বলা চলে। সূত্রের খবর লাদাখের গালওয়ান উপত্যকায় অন্তত ১ কিলোমিটার পিছিয়ে গেল চিন সেনা। যার ফলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বাফার জোন তৈরি হয়েছে বলে খবর।
চিন সেনার তরফে সেনা প্রত্যহারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে খবর। তবে এই সেনা প্রত্যাহারের মেয়াদ কতক্ষণ বা কতদিন তা সময়ই বলতে পারে। তবে ভারতের তরফে গালওয়ান উপত্যকায় নিজেদের অধিকার সম্পূর্ণভাবে বজায় রেখে ভারতও গালওয়ান উপত্যকা থেকে সরে আসছে বলে খবর। প্রসঙ্গত, এই সেনা প্রত্যাহারকে সম্মান জানিয়েই দুই দেশের সেনাবাহিনী গালওয়াল উপত্যতা থেকে সরে এসেছে।
Post a Comment