করোনার হানা এবার রেখার বাড়িতে, বাংলো সিল করে দিল বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন


Odd বাংলা ডেস্ক: বর্ষীয়ান অভিনেত্রী রেখার বাংলোয় এবার হানা দিল করোনা। মুম্বইয়ের বান্দ্রায় রেখার বাংলোর নিরাপত্তারক্ষীর শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যাওয়ার পরই বৃহন্মুম্বই কর্পোরেশনের তরফে বাংলোটি সিল করে দেওয়া হয়েছে। 
শুধু তাই নয়, বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে জায়গাটিকে একটি কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে তার বাইরে একটি বোর্ডও লাগিয়ে দিয়েছে। মঙ্গলবার রেখার বাড়ির সিকিউরিটি গার্ড- সি স্প্রিং-এর করোনা পজিটিভ ধরা পড়ার পর থেকে তাঁকে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের কোভিড-১৯ কেয়ার ফেসিলিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক কর্মকর্তা সূত্রে খবর, কর্পোরেশনের তরফে  কেবল বাংলোর একটি অংশই সিল করা হয়েছে। 

বলিউডে বনি কাপুর-জাহ্নবী কাপুর, আমির খান এবং করণ জোহরের পর রেখাই এক বলিউড সেলিব্রিটি যাঁর কর্মচারীর শরীরে কোভিড-১৯-এর নমুনা পাওয়া গিয়েছে। 

প্রসঙ্গত, শনিবার রাতে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক বচ্চনের করোনা পজিটিভ ধরা পড়ে। করোনার উপসর্গগুলি অনুভূত হওয়ায় তাঁদের দুজনকেই বর্তমানে মুম্বইয়ের নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.