গয়না হারানো কিন্তু শুভ লক্ষণ নয়, কোন গয়না হারালে কোন অশুভের ইঙ্গিত দেয়, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: আপনার সঙ্গে ঘটে যাওয়া যেকোনও ঘটনা থেকেই কিন্তু আপনি ভবিষ্যতের কোনও ইঙ্গিত পেয়ে যেতে পারেন। তেমনই মহিলাদের ব্যবহৃত গয়না হারিয়ে যাওয়ার মধ্যে দিয়েও ভবিষ্যতের অনেক বার্তা আগাম পাওয়া যায়। তাহলে জেনে নিন কোন গয়না হারানো কী ইঙ্গিত দেয়। 
  • নথ- নাকের নথ হারানো মানে আগামী দিনে কারওর কাছে চরম অসম্মানিত হতে পারেন আপনি, যাকে এক কথায় বলে নাক কাটা যাওয়া।
  • আংটি- আংটি হারানো মানে ভবিষ্যতে শরীর স্বাস্থ্য মোটেই ভাল যাবে না।
  • পায়ের তোড়া- বাম পায়ের তোড়া হারালে বুঝতে হবে ভবিষ্যতে কোনও দুর্ঘটনা ঘটতে পারে, আর ডান পায়ের তোড়া হারালে সম্মানহানি হতে পারে।  
  • মাথার মুকুট বা টিকলি- এর অর্থ ভবিষ্যতে কোনও গুরুতর বিষয় মস্তিষ্কে চাপ বাড়বে। 
  • গলার হার- গলার হার হারানো মানে, হয়তো আপনি এমন কোনও কাণ্ড ঘটাবেন, যার জন্য সম্মানহানি হতে পারে। 
  • হাতের বাজু, বালা বা চুড়ি— হাতের বাজু, বালা বা চুড়ি হারিয়ে যাওয়ার অর্থ অদূর ভবিষ্যতে আর্থিক অনটন দেখা দিতে পারে। 
  • কোমর বন্ধনী- কোনও বিবাহিত মহিলার কোমর বন্ধনী হারিয়ে গেলে বুঝতে হবে, আগামী দিনে তাঁর স্বামীর শরীর মোটেই ভাল যাবে না।
Blogger দ্বারা পরিচালিত.