কোভিড-১৯-এর কারণে এবছর বাতিল অমরনাথ যাত্রা, আরতির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন ভক্তরা


Odd বাংলা ডেস্ক: জম্মু ও কাশ্মীর জুড়ে করোনার মামলা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে এবছরের অমরনাথ যাত্রা বাতিল করা হল। শ্রী অমরনাথজি শ্রীন বোর্ডের তরফে মঙ্গলবার ঘোষমা করা হয়েছে যে ভগবান, অমরনাথ যাত্রা বন্ধ থাকলেও ভগবান শিবের আরতি এবং পুজার্চনা সকাল এবং সন্ধ্যায় ভক্তদের উদ্দেশে সরাসরি সম্প্রচার করা হবে। 

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই পবিত্র তীর্থস্থান অমরনাথকে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র মন্দির হিসাবে বিবেচনা করা হয় এবং কয়েক লক্ষাধিক ভক্ত দক্ষিণ কাশ্মীরের হিমালয় অঞ্চলের কঠিন পথ অতিক্রম করে বার্ষিক তীর্থযাত্রা করেন।কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কথা চিন্তা করে বোর্ডের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ২০২০ সালের অমরনাথ যাত্রা বাতিল ঘোষণার জন্য দুঃখও প্রকাশ করেছে বোর্ড। তবে বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন, সমস্ত ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলি কোনও বাধা-বিঘ্ন ছাড়াই অনুষ্ঠিত হবে। 


তিনি আরও বলেন, বোর্ড লক্ষ লক্ষ ভক্তদের অনুভূতি সম্পর্কে সচেতন এবং তাঁদের প্রতি সম্মান জানিয়ে সকাল এবং সন্ধ্যারতির সরাসরি সম্প্রচার তথা ভার্চুয়াল দর্শন অব্যাহত থাকবে। 
Blogger দ্বারা পরিচালিত.