চিনকে সায়েস্তা করতে ভারতকে মিসাইল-গাইডেড বোমা ছুড়তে সক্ষম ড্রোন দিচ্ছে আমেরিকা
Odd বাংলা ডেস্ক: পূর্ব লাদাখে চিনের সঙ্গে উত্তেজনার মধ্যেই আমেরিকার কাছ থেকে মিসাইল ও গাইডেড বোমা বহনে সক্ষম অত্যাধুনিক প্রিডেটর-বি ড্রোন কেনার প্রস্তুতি নিচ্ছে ভারত৷ চিন পাকিস্তানকে চারটি সশস্ত্র ড্রোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই পাল্টা এই পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। বর্তমান পরিস্থিতিতে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷
ভারত যে ধরনের প্রিডেটর-বি ড্রোন ভারত কেনার কথা ভাবছে, সেগুলো মিসাইল এবং লেজার গাইডেড বোমা দিয়ে শত্রু শিবিরের উপরে আক্রমণ হানতে সক্ষম৷ শুধু তাই নয়, নজরদারির মাধ্যমে শত্রুপক্ষের গতিবিধির উপরে লক্ষ্য রেখে নির্ভুল নিশানায় হামলা চালাতেও এর জুড়ি মেলা ভার
নজরদারির জন্য আমেরিকার থেকে গোয়েন্দা ড্রোন কেনার কথাবার্তা চালাচ্ছিল ভারতীয় নৌবাহিনী৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে নজরদারির পাশাপাশি হামলা চালাতে সক্ষম ড্রোন কেনাই বেশি কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে৷
ইরাক, আফগানিস্তান এবং সিরিয়ায় এই ধরনের মেল আর্মড প্রিডেটর-বি ড্রোন ব্যবহার করেছে আমেরিকা৷ এই ড্রোনগুলো একসঙ্গে চারটি হেল-ফায়ার মিসাইল এবং ৫০০ পাউন্ড লেজার গাইডেড বোমা বহনে সক্ষম৷
ভারত নিজেই এই ধরনের অ্যাটাক ড্রোন তৈরি করার চেষ্টা করছে৷
কিন্তু চিন পাকিস্তানকে চারটি ড্রোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই দ্রুত আমেরিকার থেকে এই ধরনের ড্রোন কিনতে তৎপর হয়েছে ভারত৷ গদার বন্দরে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের নিরাপত্তার জন্য এই ড্রোনগুলি চিন পাকিস্তানকে দিচ্ছে বলে জানা গেছে৷ এর পাশাপাশি পাকিস্তানি বিমান বাহিনীকে দেওয়ার জন্য জিজে-২ ড্রোন তৈরি করছে চিন, যা উইং লং-২ ড্রোনের মিলিটারি ভার্সন৷
উইং লং-২ ড্রোন চিনে বাণিজ্যিক ভাবেই বিক্রি করা হয়৷ এশিয়ার বিভিন্ন দেশকে চিন তা বিক্রিও করেছে৷ তার মধ্যে রয়েছে সৌদি আরব, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরাত, তুর্কমেনিস্তানের মতো দেশ৷
Post a Comment