রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সুশান্তের বাবার FIR-এর পর অঙ্কিতা লোখান্ডের পোস্টে জল্পনা তুঙ্গে
Odd বাংলা ডেস্ক: যত দিন যাচ্ছে ততই সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। প্রয়াত অভিনেতার বাবা কেকে সিং সুশান্তের চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। সুশান্তের মৃত্যু হয়েছে প্রায় দেড় মাস হতে চলল। অবশেষে মৌনতা ভেঙে পুলিশের দ্বারস্থ হয়েছেন সুশান্তের বাবা।আর এই সমস্তকিছু মধ্যে আজ দুপুরের দিকে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে।
অঙ্কিতার শেয়ার করা পোস্টে লেখা রয়েছে 'ট্রুথ উইনস' অর্থাৎ সত্যের জয় হয়। ক্যাপশনে অঙ্কিতা লেখেন, সত্যের জিত হয় এবং হবেও। যদিও এছাড়া আর কিছুই লেখা নেই তাঁর পোস্টে। রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সুশান্তের বাবা সাত দফার অভিযোগ এনেছেন। আর এরপরই অঙ্কিতার এই পোস্ট কার্যত জল্পনা আরও উস্কে দিয়েছে।
প্রসঙ্গত, টেলি ধারাবাহিক 'পবিত্র রিস্তা'-এ একসঙ্গে কাজ করেছিলেন সুশান্ত এবং অঙ্কিতা। সেই থেকেই যুগলের প্রেম। এরপর দীর্ঘ ৬ বছর সম্পর্কে ছিলেন অঙ্কিতা-সুশান্ত। ২০১৬ সালে দুজনের বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীকালে তাঁদের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, বিচ্ছেদ হলেও সুশান্তকে একদিনের জন্যও ভুলতে পারেননি অঙ্কিতা। সেই কারণেই অনেকে মনে করছেন, সুশান্তের মৃত্যু নিয়ে রহস্যের ক্ষেত্রে সত্যের উন্মোচন হোক, এমনটাই চান অঙ্কিতা আর সেই ভাবনা থেকেই হয়ত তিনি এই পোস্টটি করেছেন।
Post a Comment