ইসলামের শহর মদিনায় নগ্ন মডেলের ফটোশ্যুট, বিশ্ব জুড়ে বিতর্ক তুঙ্গে
Odd বাংলা ডেস্ক: বিশ্বনন্দিত মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর সৌদি আরবের মদিনায় ফটোশুট নিয়ে রক্ষণশীল দেশটিত এবার শুরু হয়েছে নতুন বিতর্ক। ‘ভোগ-অ্যারাবিয়ার’ ব্যানারে ম্যাগাজিনটির ওই ফটোশুটের পর খোলামেলা কিছু ছবি প্রকাশের মাধ্যমে এই বিতর্কের সূত্রপাত। খবর মিডল ইস্ট মনিটর।
মদিনা প্রদেশের আল-উলা এলাকায় ওই মডেল ফটোশুটের আয়োজন করা হয়। ‘আল-উলায় ২৪ ঘণ্টা’ শিরোনামের ওই ফটোশুটে কেট মসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুপার মডেলদের দেখা গেছে খোলামেলা আঁটসাঁট পোশাকে।
ফটোশুটের এলাকাটি মদিনা শহর থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে বলে জানা গেছে। পবিত্র নগরী মদিনার পাশে মডেলদের নিয়ে ফটোশুট করে তার এমন খোলামেলা ছবি প্রকাশ হওয়ার পর তা প্রবল আপ’ত্তির সৃষ্টি করেছে সৌদি আরবের মুসলিম সম্প্রদায়ের মধ্যে। তারা এর কঠোর সমালোচনা করেছেন।
একজন টুইটারে লিখেছেন, ‘সৌদি আরব প্রশাসন নারীদের গাড়ি চালানোর স্বাধীনতা দেয় না, অথচ এরকম খোলামেলা ছবি তোলার আয়োজন করেছে।’
অনেকে বলছেন, এ ধরনের ছবি কিংবা দেশের সামাজিক মূল্যবোধের জন্য অনিষ্টকর।
গত ৮ জুলাই ভোগ অ্যারাবিয়া ওই ফটোশুটের কিছু ছবি প্রকাশ করে। ২৪ ঘণ্টা ধরে চলা ওই ফটোশুটে অংশ নেন কেট মস, মার্সিয়া কার্লা বসকোনো, ক্যানডিস সোয়েনপোল, জর্ডান ডান, জিয়াও ওয়েন এবং অ্যালেক ওয়েকের মতো মডেলরা। আয়োজক ছিলেন লেবানের ডিজাইনার এলি মিজরাহি।
মিডল ইস্ট মনিটর বলছে, তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার চেষ্টা করছে সৌদি রাজ পরিবার। ভবিষ্যতে অর্থনীতির চাকাকে সচল রাখতে পর্যটন শিল্পের ওপর নজর দিচ্ছে দেশটি। তারই ধারাবাহিকতায় সৌদি পর্যটনকেন্দ্রগুলো জনপ্রিয় করতে এমন ফটোশুটের আয়োজন করা হয়েছে।
Post a Comment