পদবী 'চুতিয়া', তাই সরকারি চাকরি হল না তরুণীর


Odd বাংলা ডেস্ক: মেয়েটির পদবী 'চুতিয়া', আর এই পদবীই অন্তরায় হয়ে দাঁড়াল একটি মেধাবী মেয়ের চাকরি পাওয়ার পথে। অসমের গোগামুখ নিবাসী প্রিয়াঙ্কা চুতিয়া এগ্রিকালচার ইকনমিক্স অ্যান্ড ফার্ম ম্যানেজমেন্ট থেকে মাস্টার ডিগ্রি পাশ করেছেন। এরপর সরকার পরিচালিত ন্যাশনাল সিড কর্পোরেশন লিমিটেড (এনএসসিএল)-এ অ্যাপ্লাই করেন, কিন্তু কেবল পদবী 'চুতিয়া' হওয়ার কারণে তাঁর চাকরির আবেদন খারিজ করে দেওয়া হয় বলে খবর। 

জানা যায়, চাকরিতে আবেদনের জন্য তিনি অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় অনলাইন পোর্টালে তাঁর পদবীটা গ্রহণ করা হয়নি। ওই তরুণী জানান পোর্টালে আবেদন করার সময় বার বার করে কেবল একটি কথাই ভেসে উঠছিল আর তা হল 'সঠিক নাম ব্যবহার করুন'। 

তরুণীর দাবি, এক সময় ভীষণ হতাশ হয়ে পড়ে সে। মানুষকে এটাই বুঝিয়ে উঠতে পারে না যে, তিনি কোনও খারাপ শব্দ বা গালি ব্যবহার করেন না। তিনি 'চুতিয়া' নামে একটি সম্প্রদায়ের অন্তর্ভূক্ত। যেদিন তাঁর অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যায় সেদিনই তিনি হেল্পডেস্ক-এ মেল করেন। কিন্তু তার প্রত্যুত্তরে তাঁকে একটি অটো জেনারেটেড মেল পাঠানো হয়, যেখানে লেখা ছিল 'থ্যাঙ্কস ফর ইওর ফিডব্যাক'।
Blogger দ্বারা পরিচালিত.