আপনার অজান্তেই এই কুঅভ্যাসগুলি জীবনে ডেকে আনতে পারে গ্রহের দোষ, আজই সাবধান হোন
Odd বাংলা ডেস্ক: কিছু কিছু অভ্যাসের জন্য ব্যক্তিজীবনে গ্রহের অশুভ প্রভাব পড়তে পারে। তবে একটু চেষ্টা করলেই কিন্তু এই অভ্যাসকে নিয়ন্ত্রণ করা যায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছে, গ্রহের দোষ এড়াতে কিছু কিছু বদ অভ্যেস এড়িয়ে চলা উচিত। দেখে নিন কোনগুলি-কোন কোন কুঅভ্যাসকে এড়িয়ে চলা উচিত।
বসে পা নাড়ানো- অনেকেরই বদ অভ্যাস রয়েছে বসে বসে পা নাড়ানোর। এমনও দেখা যায়, তাঁরা কোথাও বসতেই আপনা থেকেইতাঁদের পা দুলতে থাকে। এই অভ্যাস অত্যন্ত খারাপ। এর ফলে ওই ব্যক্তির ওপর বুধ ও শনির কুপ্রভাব পড়ে। এই প্রভাব এড়াতে শনিবার পিপল গাছে জল নিবেদন করা ও বুধবার গরুকে মুগের ডাল খাওয়ানোর কথা বলা হয়।
ঘন ঘন খিদে পাওয়া- এটিও একটি অভ্যাসটিকেও কুঅভ্যাস হিসেবে ধরা হয়। এতে সূর্যদেব ক্রোধিত হন এবং তাঁর কুপ্রভাব পড়ে জীবনে। এই প্রভাব কাটাতে রোজ ভোরে সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠতে হবে ও সূর্যের উদ্দেশে জল নিবেদন করতে হবে।
বাজে কথায় সময় নষ্ট করা- এই কুঅভ্যাসের ফলে বৃহস্পতির কুপ্রভাব পড়ে সেই ব্যক্তির জীবনে। কুপ্রভাব কাটাতে কোনও মন্দিরে হলুদ, চন্দন বা কেশর দান করা দরকার।
Post a Comment