ব্যাঙ্কে এবার থেকে দিনে ৪ ঘণ্টা পরিষেবা মিলবে, বন্ধ থাকবে প্রত্যেক শনি-রবি


Odd বাংলা ডেস্ক: অন্যান্য অত্যাবশকীয় পরিষেবার মতোই ব্যাঙ্কের পরিষেবা বহাল রাখতে গিয়ে করোনা আক্রান্ত হচ্ছেন ব্যাঙ্কের কর্মীরা। সংক্রমণ ছড়িয়ে পড়ার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় কয়েকটি ব্যাঙ্কের শাখা বন্ধও করে দেওয়া হয়েছে। আর এরপরই ব্যাঙ্ক কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যাঙ্ক ইউনিয়নগুলি রাজ্যের দ্বারস্থ হয়েছিল। 

তাঁদের দাবি মেনে নিয়ে প্রতি শনিবার ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য। আপাতত অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। সরকারের পক্ষ থেকে আরও পরামর্শ দেওয়া হয়েছে, চাইলে সীমিত সংখ্যক কর্মচারী নিয়ে প্রতি দিন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরিষেবা দেবেন তারা। 

প্রসঙ্গত, এর আগে কর্ণাটক, ওড়িশা, কেরল এবং তামিলনাড়ুর মতো রাজ্যে ব্যাঙ্ক পরিষেবার সময় কমিয়ে দেওয়া হয়েছে এবং কর্ণাটক সরকারও প্রতি শনিবার ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.