শ্রাবণ মাসে মহাদেবের পুজো করলে পাবেন অনেক সুফল, জেনে নিন
Odd বাংলা ডেস্ক: হিন্দু বিশ্বাস অনুসারে, শ্রাবণ মাস শিবের পূজার পক্ষে আদর্শ। কারণ পৌরাণিক কাহিনি অনুসারে, সমুদ্র মন্থনের ফলে উত্থিত বিষ এই মাসেই কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন শিব। তাই বিশ্বাস করা হয় যে, শ্রাবণ মাসের সোমবারে যদি শিবের রুদ্রাভিষেক পূজা করা যায়, তাহলে ভক্তের জীবনে তার বিশেষ সুফল ফলে। কীরকম? জেনে নিন-
- শ্রাবণ মাসে ভক্তি সহকারে শিবের পূজা করলে গ্রহদোষ, বিশেষত শনির দোষ থেকে মুক্তি লাভ করা যায়।
- শ্রাবণ মাসে শিব পূজার ফলে ভক্তের স্বাস্থ্যের উন্নতি ঘটে। গুরুতর রোগ থেকে দূরে থাকা যায়।
- শ্রাবণ মাসে শিব পূজার ফলে মোক্ষলাভ বা আত্মার মুক্তি লাভ সহজতর হয় বলে মনে করা হয়।
- মধু, ঘি বা আখের মতো দ্রব্যাদি সহযোগে যদি শ্রাবণ মাসে শিব পুজো করা যায়, তাহলে ভক্তের অর্থ ও সমৃদ্ধি লাভ করার সম্ভাবনা থাকে।
- মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতো শিবের মন্ত্র জপ করার ফলে বিপদ ও অকালমৃত্যু থেকে ভক্ত রক্ষা পেতে পারেন বলে বিশ্বাস করা হয়।
- শিবকে হিন্দু মতে আদর্শ পুরুষ বলে জ্ঞান করা হয়। ফলে শ্রাবণ মাসে যদি অবিবাহিত মহিলারা শিবের পুজো করেন, তাহলে শিবের মতো আদর্শ কোনও পুরুষকেই তাঁরা স্বামী হিসেবে লাভ করেন বলে মনে করা হয়।
Post a Comment