একাধারে মডেল অন্যধারে স্বাস্থ্যকর্মী হিসেবে মানব সেবায় ব্রতী বাংলার মেয়ে মুনমুন



Odd বাংলা ডেস্ক: পৃথিবীতে খুব কম মানুষ থাকেন যাঁরা কর্মজগতে এসেও নিজের প্যাশনটাকে ধরে রাখতে পারেন। সাগর দত্ত হাসপাতালের স্বাস্থ্যকর্মী মুনমুন রায়চৌধুরী। ছোট থেকেই দুচোখে স্বপ্ন ছিল নিজের আলাদা রকম একটা পরিচিতি তৈরি করার।  আবার পাশাপাশি স্বপ্ন ছিল মানব সেবায় নিজেকে নিয়োজিত করার। আর তাই  একদিকে যেমন নিজেকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তেমনই আবার স্বাস্থ্যকর্মী হিসেবেও নিজের দায়িত্ব ভুলে যাননি। 

মুনমুনের ঝুলিতে আছে বেশ কিছু সম্মান ও পুরষ্কার। ২০১৮ সালের এপ্রিল মাসে প্রথম ব়্যাম্প শো করেন মুনমুন। মিস্টার অ্যান্ড মিস বেঙ্গলের সেমি ফাইনালিস্টও ছিলেন মুনমুন। 


একটি টেলিভিশন চ্যানেলে মডেল হিসেবে কাজ করেছেন। বেশ কিছু নামি ব্র্যান্ড ও বুটিকের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন।



দেশি-বিদেশি বহু ডিজাইনারদের সঙ্গে কাজ করেছেন এই তরুণী মডেল। উল্লেখ্য রক অ্যান্ড ওয়াক নামে একটি মডেলিং প্রতিযোগীতাতেও অংশ নিয়েছিলেন এই মডেল। 



এই লাস্যময়ী মডেল জানাচ্ছেন তাঁর রোল মডেল তিনি মনে করেন সুস্মিতা সেনকে। তবে কোনও কিছুর জন্যই তিনি তাঁর স্বাস্থ্যকর্মী হিসেবে যে পরিচিতি সেটা ত্যাগ করতে নারাজ। 
Blogger দ্বারা পরিচালিত.