মেসির চেয়ে নাকি বেনজেমা ভালো ফুটবলার
Odd বাংলা ডেস্ক: শিরোনাম দেখে খটকা লাগাটাই স্বাভাবিক। কারণ গত এক যুগ ধরে ফুটবলবিশ্বে রাজত্ব করে যাচ্ছেন লিওনেল মেসি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই মেসির সঙ্গেই কিনা এবার তুলনা করা হচ্ছে করিম বেনজেমার! অনেকের জন্যই এটা একটু বেশিই বাড়াবাড়ি। আপনার যতই আপত্তি থাকুক না কেন, খোদ আর্জেন্টাইন জাতীয় দলের সাবেক গোলরক্ষক হুগো গাত্তির কাছে মেসির চেয়ে বেনজেমার কদর বেশি!
গতকাল রাতে কাল বেনজেমার জোড়া গোলে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।রোনালদোর বিদায়ের পর রিয়ালের আক্রমণভাগ একাই সামলাচ্ছেন বেনজেমা। নিজে গোল করছেন আবার সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। সেই সঙ্গে প্লে মেকিংয়ের কাজটাও সূচারূভাবে করছেন।
৩২ বছর বয়সী এই স্ট্রাইকার এই মৌসুমে নিজে ২১ গোল করার পাশাপাশি ৮টি গোলে অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে মেসি বেনজেমার চেয়ে ৩০৬ মিনিট কম খেলে করেছেন ২৩ গোল। আর ২১টি গোলে অ্যাসিস্ট করেছেন।
পরিসংখ্যানকে খুব একটা পাত্তা দিতে রাজি নন হুগো গাত্তি। তিনি বলেন, 'মেসির পরিসংখ্যান দারুণ এবং একজন খেলোয়াড়ের কাছে যা চাইবেন ওর সব আছে। কিন্তু বর্তমানে করিম বেনজেমা মেসির চেয়ে ভালো। আপনি যদি মনোযোগ দিয়ে ফুটবল দেখেন, তাহলেই বুঝবেন অনেকদিন ধরেই মেসি তার সেরা ফর্মে নেই। বেনজেমা এখন মেসির চেয়ে বেশি কিছু দিচ্ছে। সে যা করছে, বহুদিন রিয়ালের কোনো খেলোয়াড়কে এমন কিছু করতে দেখিনি, শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোই পেরেছিল।'
গুগো গাত্তির এই মন্তব্যের অনেকটা সমর্থন পাওয়া যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কথায়। শিরোপা জয়ের উৎসবের মাঝে তিনি বেনজেমাকে নিয়ে বলেছেন, 'বেনজেমার ব্যালন ডি'অর জেতা উচিত। এ বছর বা গত বছর ওর চেয়ে ভালো কাউকে খেলতে দেখিনি।'
Post a Comment