করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট



Odd বাংলা ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার রাতে বিবিসি এক প্রতিবেদনে একথা জানিয়েছে। করোনা সংকটের শুরু থেকেই নানা সময় এই ভাইরাস নিয়ে তীর্যক মন্তব্য করে আসছিলেন জাইর; আক্রান্ত হয়ে কিছু মানুষ এমনিতেই মৃত্যুবরণ করবে বলেও বক্তব্য ছিল তার। বিবিসি জানিয়েছে, শরীরে অনেক তাপমাত্রা এবং অন্যান্য উপসর্গ নিয়ে সোমবার চতুর্থবারের মতো নমুনা পরীক্ষা করান ব্রাজিলের প্রেসিডেন্ট, ফলাফলে করোনা পজিটিভ আসে। বারবারই করোনার সংক্রমণ নিয়ে তিনি বলেছেন- এটা ‘সামান্য ফ্লু’। তিনি এর দ্বারা আক্রান্ত হবেন না। লকডাউনে অথনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রসঙ্গ তুলে তিনি তা তুলে নিতে নির্দেশনা দেন আঞ্চলিক গর্ভনরদের। মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জাইর বলেছেন, জ্বর কমে আসছে। তিনি ‘ভালো অনুভব’ করছেন। এর আগে আরো তিনবার করোনার পরীক্ষা করান ব্রাজিলের প্রেসিডেন্ট, প্রতিবারই তার রেজাল্ট নেগেটিভ আসে। তবে চুতর্থবার তার শরীরে মিলেছে করোনার অস্তিত্ব।
Blogger দ্বারা পরিচালিত.