করোনা পরবর্তীতে বার খুলতেই বেসামাল হয়ে পড়ল গোটা ব্রিটেন



Odd বাংলা ডেস্ক: ব্রিটেনে দীর্ঘ সময় পর বার খুলতেই শুরু হল বিশৃঙ্খল পরিস্থিতি। 

 করোনা পরবর্তীতে পানশালা খোলার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা দেখে বিস্মিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 


 নববর্ষে আইনশৃঙ্খলা রক্ষায় যত সৈন্য নিয়োগ করা হয়, ব্রিটেনের লিচেস্টারে তারচেয়ে বেশি সৈন্য নিয়োগ করা হয়েছে। 



 তিন মাস লকডাউন থাকার পর ব্রিটেনে খুলেছে নানা ধরণের বিনোদন কেন্দ্র। পানশালা খুলতেই হাজার হাজার ব্রিটিশ জড়ো হন সেখানে। সেই সময় তারা সামাজিক দূরত্বের তোয়াক্কা করেননি। 


 বেশিরভাগই মাস্ক পরেননি। এই ধরনের প্রচুর ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কে বলবে, করোনার হাত থেকে পরিত্রাণের উপায় এখনও বের করতে পারেনি মানুষ। কোথাও কোথাও পুলিশ হে’নস্থার শিকার হয়েছে। ব্রিটেনের পুলিশ ফেডারেশন বলছে, যারা মা’তাল তাদের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব।



 সাউদ্যাম্পটনে নানা ধরণের ম’দ্যপ পাওয়া গিয়েছে, যারা ন’গ্ন, খুশি, রাগান্বিত ছিলেন। 


 তবে পুলিশ অধিকাংশ মানুষকেই ধন্যবাদ জানিয়েছে দায়িত্বশীল ভাবে উদযাপন করার জন্য। ছবিতে দেখা যাচ্ছে, বারের আশেপাশে সুরাপ্রেমীদের জটলা।


 আবার অতিরিক্ত ম’দ্যপা’নের পর রাস্তায় বেসাম’ল হয়ে পড়ে থাকতে দেখাও গিয়েছে অনেককেই। 

 কোথাও কোথাও পুলিশকে গিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসতে হয়েছে। এই দেখে নেটাগরিকরা রীতিমতো আ’তঙ্কিত হয়ে পড়েছেন। 


 পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নটিংহ্যামশায়ারের পানশালা মালিকরা দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। দেবন ও কর্নওয়াসলের পুলিশ জানিয়েছে শনিবার বা’র খোলার পর ম’দ্যপান সম্পর্কিত এক হাজারেরও বেশি অভি’যোগ জমা পড়েছে। 

লন্ডনের বিভিন্ন জায়গা-সহ সারা ব্রিটেনের চিত্রটাও কম বেশি একই।
Blogger দ্বারা পরিচালিত.