লকডাউনে ফিরল ভাগ্য, কয়েকগুণ লাভ বাড়ল দেশের সর্ববৃহৎ বিস্কুট প্রস্তুতকারক সংস্থা ব্রিটানিয়ার


Odd বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতিতে বেশিরভাগ কোম্পানি লোকসানে চলছে তখন লকডাউনে ভাগ্য খুলে গেল ভারতের সর্ববৃহৎ বিস্কুট প্রস্তুতকারক সংস্থা ব্রিটানিয়ার। করোনা আবহে ব্রিটানিয়া ইন্ড্রট্রিজ বিপুল লাভ করেছে। সবথেকে অবাক করা বিষয় হল করোনাভাইরাজের প্রাদুর্ভাবের আগে এই কোম্পানির ব্যবসায়িক বৃদ্ধি নিয়ে সংশয়ে ছিলেন কর্তৃপক্ষ, কিন্তু গত কয়েকমাসে তাঁদের ব্যবসা কার্যত বিরাট মুনাফা অর্জন করেছে। পরিস্থিতি এমন যে, বাজারের চাহিদা অনুসারে যোগান দিয়ে উঠতে পারেনি ব্রিটানিয়া।  


সাধারণত ব্রিটানিয়ার স্টক শেষ হতে যেখানে ১০-১১দিন লাগে, সেখানে লকডাউনে স্টক শেষ হয়েছে ২-৩ দিনে! যার ফলে এই পরিস্থিতিতে চাহিদা অনুসারে যোগান দেওয়াটা খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতের বৃহত্তম বিস্কুট প্রস্তুতকারক সংস্থা ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ ১৭ জুলাই ২০২০-তে শেষ হওয়া কোয়ার্টারে এক বছরে ১১৭% বৃদ্ধি অর্জন করেছে। আগের আর্থিক বছরের জুন কোয়ার্টারে ব্রিটানিয়ার মুনাফা হয়েছিল ২৫১.০৩ কোটি টাকা। যা চলতি আর্থিক বছরের প্রথম কোয়ার্টারে বেড়ে হয়েছে ৫৪৫.৭ কোটি টাকা। সেই সঙ্গে জুনের কোয়ার্টার ২০২০-তে অপারেশন থেকে রাজস্বের পরিমাণ এক বছরে ২৬.৭% বৃদ্ধি পেয়ে হয়েছে ৩,৪২০.৬৭ কোটি টাকা।
Blogger দ্বারা পরিচালিত.