মহামারি পরিস্থিতিতে করোনাভাইরাসের ওষুধ তৈরির কাজে নামল ক্যামেরা, ফিল্ম প্রস্তুতকারক সংস্থা 'কোডাক'


Odd বাংলা ডেস্ক: ক্যামেরা প্রস্তুতকারক সংস্থা হিসেবে পরিচিত মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা কোডাক এবার নামস করোনা ভাইরাসের ওষুধ তৈরির কাজে। আর সেইজন্য ইতিমধ্যেই মার্কিন সরকারের কাছ থেকে সাড়ে ৭৬ কোটি ডলার ঋণও নিয়েছে কোডাক। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, নিত্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করবে তারা। এই মুহূর্তে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের পাশাপাশি এই মহামারির বিরুদ্ধে প্রয়োজনীয় ওষুধ তৈরির ওপরেই বেশি মনোযোগ দেবে বলে জানিয়েছে কোডাক। 

মার্কিন সরকারের তরফেও কোডাকের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে এবং ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগ অন্য দেশের ওষুধের ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা কমাবে। প্রসঙ্গত, এই মহামারির সময়ে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলি করোনার ভ্যাকসিন আবিষ্কারের বিভিন্ন পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতে কোডাকের কার্যনির্বাহী চেয়ারম্যান জিম কন্টিনেঞ্জা বলেন, তাঁদের দেশের নাগরিকদের জীবন বাঁচাতে তাঁরা এগিয়ে আসতে চান। আমেরিকার ওষুধ প্রস্তুতিতে অংশ নিতে পেরে কোডাক গর্বিত। আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে বড় আকারে উৎপাদন হবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে হোয়াইট হাউজের মুখপাত্র পিটার নাভারো বলেন, বর্তমান বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে দেখা গিয়েছে যে, অতি জরুরি ওষুধের জন্য অন্য দেশের ওপর নির্ভর করতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। পাশাপাশি উদ্যোগকে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন মুলুকে ওষুধ শিল্পের নয়া ইতিহাস তৈরি করবে কোডাক।তবে কেবল মার্কিন প্রতিষ্ঠান কোডাকই নয়, এই মহামারির হাত থেকে বাঁচতে প্রাণদায়ী ওষুধ তৈরির কাজে নেমেছে জাপানের ফটোগ্রাফি প্রতিষ্ঠান ফুজিফিল্মও।
Blogger দ্বারা পরিচালিত.